Home News বাজারে আসিলো আসুসের নতুন ল্যাপটপ!

বাজারে আসিলো আসুসের নতুন ল্যাপটপ!

346
0

বাজারে আসিলো আসুসের নতুন ল্যাপটপ!

লেপটপ বা পিসি মোবাইলের  মতই হয়ে যাচ্ছে। এমন একদিন হোয়ে আসবে যে ল্যাপটপ ছাড়া মানুষ একমূহুর্তও থাকতে পারছে না।

তাইওয়ানের প্রযুক্তি প্রতিস্থান আসুস নিয়া আসলো ভিভো ৫৩০ নামের নতুন একটি ল্যাপটপ। এই ল্যাপটপের মধ্যে কিছু নকসা পরিবর্তন দেখা গেছে যা নতুন প্রজন্মের ভাল লাগবে। আসুস ভিভো ৫৩০ এ রয়েছে আর্গোলিফট হিঞ্জ হিজাইন যা দ্বারা লেপটপ টি খুলা হবে তখনি এই পরিবর্তন টা দেখা যাবে। এই নোটবুক টি খুলা হলে পিছনের দিকটা কিছুটা ওপরে উঠে আসবে এবং এটা দ্বারা কিবোর্ড এর ৩.৫ বাঁক সৃস্টি করে। যার ফলে লেপটপ টি পিসির মত টাইপিং করার মত অভিজ্ঞতা পাওয়া যাবে। ল্যাপটপের পিছনের দিকে ফাকা থাকার কারনে ল্যাপটপ টি গরম হবে না।

আসুস কর্তৃপক্ষ জানিয়েছে ভিভো ৫৩০ এ ল্যাপটপ ন্যানো এজ ডিসপ্লে ব্যাবহার করা হইছে। আরো আছে ফাস্ট চার্জিং এর সুবিধা। ফলে ৪৯ মিনিট চার্জ করলে ৬০% চার্জ হবে। লেপটপ টির ওজন হবে ১ দশমিক ৮ কেজি।  ল্যাপটপ টিতে থাকবে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যার ফলে উইন্ডোজের হ্যালো নিরাপত্তা সমর্থন করে থাকে। এতে রয়েছে অস্টম প্রজন্মের ইন্টেলের শক্তিশালী প্রসেসর সহ ২৪০০ বাস স্পিডের ৮ গিগাবাইটের ডিডিআর ৪ র‍্যাম,  ২ গিগাবাইটের এনভিডিয়া জি–ভোর্সের এম এক্স ১৩০/১৫০ গ্রাফিক্স। ল্যাপটপটি ডুয়েল স্টোরেজ ডিজাইন ১ টেরাবাইট হার্ডডিস্ক যার করনে সলিট হাই ব্রিড  স্পিড  পাওয়া যাবে। ল্যাপটপটির দাম পরবে ৪৭ হাজার থেকে শুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here